বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) বাংলাদেশ বা নব্য জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারের বিষয়টি পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সিটিটিসির। সিটিটিসি জানিয়েছে, ঢাকার পল্টনে বোমা বিস্ফোরণে জড়িত ছিল গ্রেফতারকৃতরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে ঢাকায় ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ‘পল্টনে বোমা বিস্ফোরণে জড়িত নব্য জেএমবির ৫ সদস্যকে সিলেট থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগ। তাদের নিয়ে য্ওায়া হচ্ছে ঢাকায়। তবে তাদের নিকট্ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা হবে সাংগঠনিক পরিচয়সহ অন্যান্য বিষয়। এছাড়া জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদঘাটন সম্ভব বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
নগরীর মিরাবাজার উদ্দীপন-৫১ নম্বর বাসা থেকে গেল রবিবার রাতে গ্রেফতার করা হয় নাইমুজ্জামান নাইমকে। সূত্রে জানা গেছে, নাঈম নব্য জেএমবির ‘সিলেট আঞ্চলিক কমান্ডার’ বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ।
তার কাছ থেকে তথ্য পেয়ে সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে পৃথক দ’ুটি অভিযানে গ্রেফতার করা হয় আরো ৪জনকে। তন্মধ্যে জালালাবাদ আবাসিক এলাকা থেকে সানাউল ইসলাম সাদীকে গ্রেফতার করে সিটিটিসি। এছাড়া টুকেরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় আরোও ৩জনকে।
গ্রেফতারকৃত নাইম ও সাদী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রেফতারকৃত বাকি ৩জনের মধ্যে দু’জন কলেজ শিক্ষার্থী। গেফতারকৃত ৫ ‘জঙ্গি’ হামলার পরিকল্পনা করছিল বহযরত শাহজালাল (রহ.) মাজারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।