Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

১০২ দিন পর ফের লকডাউনে নিউজিল্যান্ডের অকল্যান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৭:৩৮ পিএম

১০২ দিন পর আবার শনাক্ত হলো কোভিড-১৯, ফের লকডাউন ঘোষিত হলো নিউজিল্যান্ডের অকল্যান্ডে। আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের দক্ষিণ অকল্যান্ডে একই পরিবারের ৪জন নতুন করে কোভিড শনাক্ত হয়েছে। সঙ্গে সঙ্গেই দেশটির প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডের্ন অকল্যান্ডে আগামী তিন দিনের জন্য তৃতীয় মাত্রার বিধিনিষেধ জারি করেছেন। -দ্য গার্ডিয়ান
নিউজিল্যান্ডের বাকি অংশে দ্বিতীয় মাত্রার সতর্কতা জারি থাকবে। ভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার মধ্যরাত পর্যন্ত অকল্যান্ডের স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকতে এবং বাড়িতে থেকে অফিস করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ব্যতীত বাজার এবং পার্কে না যেতে বিশেষ নির্দেশ দেয়া হয়েছে। স্কুল, রেঁস্তোরা ও বার বন্ধের ঘোষণা দেয়া হয়েছে এবং ১০ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞারোপ করা হয়েছে। অকল্যান্ড থেকে অন্য শহরে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। আর্ডের্ন বলেছেন, অন্যান্য দেশে করোনার ভয়াবহতা থেকে আমরা শিখেছি বৃহত্তর সংক্রমণ এড়াতে খুব দ্রুত এবং খুব কঠোর ভাবে কাজ করতে হবে।

গত ৭ জুন বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেদের করোনামুক্ত ঘোষণা করে নিউজিল্যান্ড। গত সপ্তাহে সব রকম বিধিনিষেধ তুলে দেওয়ার সময়েও সবাইকে সতর্ক থাকার কথা বলেছিলেন আর্ডেন। নতুন করে যাদের শরীরে করোনা ধরা পড়েছে তাদের দু’জন সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। প্রত্যেকেই আইসোলেশনে রাখা হয়েছে। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। শুরু থেকেই জারি করা হয় কঠোর লকডাউন

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ