Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা সফর!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ১২:০৩ এএম

গত জুন মাসে তিন টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাসের অনেক সিরিজের মতো এই সিরিজও স্থগিত হয়ে যায়। শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এই সফরের ব্যাপারে ভাবতে শুরু করে বিসিবি। সেই ভাবনার থেকেই বেশ কয়েকজন ক্রিকেটার দেশের চার ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। একে একে ৯ জনের সেই দলটি এখন গোটা একটি ক্যাম্পের সমান। তবুও বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন সেপ্টেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা যাওয়ার কথা ভাবছেন তারা। সূচি চূড়ান্ত হলেই ব্যবস্থা করা হবে ক্রিকেটারদের আবাসিক ক্যাম্প।
আলোচনার অগ্রগতিও হয়েছে অনেকখানি। তিন টেস্টের সিরিজ হওয়া একরকম চূড়ান্তই। সেইসঙ্গে তিনটি বাড়তি টি-টোয়েন্টি যোগ করার প্রস্তাবও দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভিডিও বার্তায় এই সফরের ব্যাপারে আশাবাদী কথা শুনিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। প্রাথমিকভাবে যেটা কথা ছিল যে তিন টেস্টের একটা সিরিজ হবে। এরসঙ্গে আরও তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে। যেটার ব্যাপারে আমরা নিজেরা আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। তারিখ আমরা চূড়ান্ত করিনি। কোন কোন ফরম্যাটে খেলা হবে তা ঠিক হওয়ার পর তারিখ ঠিক করব।’
শ্রীলঙ্কায় সফর করতে হলে আগেভাগে ক্রিকেটারদের ক্যাম্পের ব্যবস্থা করতে হবে। ক্যাম্প শুরুর আগে করোনাভাইরাস পরীক্ষাও করাতে হবে ক্রিকেটারদের। নিজামউদ্দিন জানালেন, সূচি ঠিক হলেই বাকি পদক্ষেপ নিয়ে নেবেন তারা, ‘জাতীয় দলের চূড়ান্ত ক্যাম্প- আমরা শ্রীলঙ্কা সফরের শিডিউল যখন চূড়ান্ত করতে পারব তখন আমরা ঠিক করব। যদি আনুমানিক যে তারিখ ঠিক হয়েছে, সেপ্টেম্বরের শেষে যদি আমরা সফর করি। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সফরের আগে আমাদের এখানে কিছু কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা হবে। জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের একটা অ্যাপের আওতায় নিয়ে আসা হয়েছে। এই অ্যাপসের মাধ্যমে তাদের স্বাস্থ্যের অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করছে আমাদের মেডিকেল বিভাগ। যখনই আমরা ক্যাম্পের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেব তাদেরকে আমরা আইসোলেশনে রেখে কোভিড-১৯ পরীক্ষা করব। তারপরে তাদের আবাসিক ক্যাম্পের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা-সফর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ