মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রিলায়্যান্সের ১৫০০ কোটি ডলারের শেয়ার কিনতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক সংস্থা সউদী অ্যারামকো। এ জন্য রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (রিল)-এর সঙ্গে আলোচনা চালাচ্ছে তারা। রোববার এই তথ্য জানিয়েছেন অ্যারামকোর সিইও আমিন নাসের।
আমিন নাসের বলেন, ‘রিলায়্যান্স-এর সঙ্গে জোর কদমে আলোচনা চলছে। এই চুক্তি হয়ে গেলেই শোয়ারহোল্ডারদের বিষয়টি জানিয়ে দেয়া হবে।’ রিলায়্যান্স-এর সঙ্গে এই চুক্তি হয়ে গেলে প্রতি দিন ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল তেল শোধনের ক্ষমতা বাড়বে অ্যারামকোর।
গত বছরে অ্যারামকোর কাছে পেট্রোকেমের ২০ শতাংশ শেয়ার বিক্রির কথা ঘোষণা করেছিল রিলায়্যান্স। কিন্তু করোনা পরিস্থিতির জেরে এই চুক্তি নিয়ে আর আলোচনা এগোয়নি। সংস্থার বার্ষিক সাধারণ সভায় মুকেশ অম্বানী বলেন, ‘অ্যারামকো-র সঙ্গে আমাদের দু’দশকের সম্পর্কের একটা মূল্য রয়েছে। আমরা সেই সম্পর্ককে দীর্ঘায়িত করব।’ তিনি আরও বলেন, ‘অ্যারামকো-র সঙ্গে যে চুক্তির কথা চলছে, করোনা পরিস্থিতির কারণে তা থমকে গিয়েছে। তবে ২০২১-এর শুরুতেই এই প্রক্রিয়া সেরে ফেলা হবে।’ তাই যত তাড়াতাড়ি সম্ভব এই চুক্তি সেরে ফেলার কাজ শুরু করে দিয়েছে অ্যারমকো।
করোনা পরিস্থিতির জেরে আয়ের দিক থেকেও ব্যাপক ধাক্কা খেয়েছে অ্যারামকো। প্রায় ৭৫ শতাংশ আয় কমে গিয়েছে সংস্থাটির। ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থার জায়গাতে উঠে এসেছে অ্যাপল। রোববারই সংবাদমাধ্যমে অ্যারামকো জানিয়েছে, তেলের দাম ৩৩ শতাংশ পড়ে যাওয়ায় গত বছরের তুলনায় এ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের আয় ৭৫ শতাংশ কমেছে। তা ছাড়া করোনা পরিস্থিতির কারণে বিশ্ব বাজারের অবস্থা খারাপ হওয়ায় তেলের চাহিদাও কমেছে। সূত্র: দ্য প্রিন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।