মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যারা সুস্থ হয়েছেন তাদেরকে খুব গরমের দিনে অর্থাৎ কাঠফাটা রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের বিশেষজ্ঞরা। এ বিষয়ে ব্রিটেনে স্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করা হয়েছে।
‘করোনা থেকে সুস্থ হয়ে যারা আইসোলেশনে আছেন, গরমের দিনে তাদের ঝুঁকি বেশি।’ পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) কনসালট্যান্ট ইশানি কর-পুরকায়স্থ গণমাধ্যমকে বলেন, ‘অনেক বাড়ি এই সময়ে গরম হয়ে যায়। তাই বৃদ্ধ, অসুস্থ মানুষের তাপমাত্রা নিয়মিত পরীক্ষা করা উচিত। তারা একা একা বাড়িতে থাকলে এ বিষয়ে খুব সতর্ক হতে হবে।’
ইশানি বলছেন, ‘এই সময়ে ঠান্ডা থাকা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ জ্বর হলেও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।’ পিএইচই-এর গাইড লাইনে বলা হয়েছে, যাদের কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য অতিরিক্ত গরম বেশি ঝুঁকিপূর্ণ। শ্বাসকষ্টের সমস্যা থাকলেও প্রখর রোদে বাইরে যাওয়া ঠিক নয়। সূত্র পাবলিক হেলথ ইংল্যান্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।