Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে বিশ্বের বৃহত্তম মিথানল কারখানা উদ্বোধন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

পারস্য উপসাগর তীরবর্তী একটি এলাকায় বিশ্বের বৃহত্তম মিথানল উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি থেকে বাঁচতে পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির যে দিকনির্দেশনা দেয়া হয়েছে তার বাস্তবায়নের অংশ হিসেবে এই কারখানা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে ‘কভেহ’ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স’ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রুহানি।

সূত্র : পার্স টুডে।
এই কারখানায় প্রতিদিন ‘এএ গ্রেডের ৭,০০০ মেট্রিক টন মিথানল উৎপাদিত হবে। এ কারখানা স্থাপনে প্রায় ১০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ খরচ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরনা। তারা আরো বলেছে, এই কারখানা থেকে অপরিশোধিত জ্বালানী ব্যবহার করে বছরে প্রায় ৪০ কোটি ডলার মূল্যের পণ্য উৎপাদন করা সম্ভব হবে। বুশেহর প্রদেশের ‘দেইর’ কাউন্টিতে ২২০ হেক্টর জমির ওপর নির্মিত এই কমপ্লেক্সে দৈনিক ৬০ লাখ ঘনমিটার প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হবে।
প্রেসিডেন্ট হাসান রুহানি এ প্রকল্প উদ্বোধন করে বলেছেন, যুক্তরাষ্ট্রের কঠিনতম নিষেধাজ্ঞা মোকাবিলা করে আমরা এ প্রকল্প নির্মাণ করেছি। চলতি বছরেই এ ধরনের আরো কয়েকটি প্রকল্প উদ্বোধন করা হবে বলেও জানান প্রেসিডেন্ট রুহানি।



 

Show all comments
  • খলিলুর রহমান ৮ আগস্ট, ২০২০, ৪:০৪ এএম says : 0
    মিথানল কারখানা উদ্বোধন করা ইরানকে অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • সোফিয়া ৮ আগস্ট, ২০২০, ৪:০৫ এএম says : 0
    এই সফলতার জন্য অভিনন্দন জানাচ্ছি ইরানকে
    Total Reply(0) Reply
  • সোহানা ৮ আগস্ট, ২০২০, ৪:০৫ এএম says : 0
    ইরান ধীরে ধীরে সর্বক্ষেত্রে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে
    Total Reply(0) Reply
  • আবু নোমান ৮ আগস্ট, ২০২০, ৪:০৬ এএম says : 0
    মুসলিম দেশগুলোকে সকল দিক থেকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে
    Total Reply(0) Reply
  • শাফায়েত ৮ আগস্ট, ২০২০, ৪:০৮ এএম says : 0
    সকল মুসলিম দেশগুলোর উচিত একে অপরের বিপদে এগিয়ে আসা সাহায্য-সহযোগিতা করা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিথানল-কারখানা-উদ্বোধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ