Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কায় ভূমিধস জয় পেয়েছে রাজাপাকসে ভাইদের দল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১০:৩৭ এএম

গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া। প্রেসিডেন্ট হওয়ার পর বড় ভাই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তিনি। নির্বাচনে বিশাল জয় পাওয়ায় ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মাহিন্দার কোনো বাধা নেই।

শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে রাজাপাকসে পরিবার। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে গোতাবায়া রাজাপাকসে ও মাহিন্দা রাজাপাকসের শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট (এসএলপিপি) বিজয়ী ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি।

গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া। প্রেসিডেন্ট হওয়ার পর বড় ভাই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তিনি। নির্বাচনে বিশাল জয় পাওয়ায় ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মাহিন্দার কোনো বাধা নেই।

বিবিসি’র খবরে বলা হয়েছে নির্বাচনে শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যেটাকে বলা হচ্ছে ‘সুপার মেজোরিটি’। নির্বাচনে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শ্রীলঙ্কার সংবিধান পরিবর্তনে এই সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল।

লঙ্কা জাতীয় সংসদের মোট ২২৫ আসনের ১৪৫টিতে জয় পেয়েছে রাজাপাকসে ভাইদের দল। তাদের জোটভুক্ত দলগুলো পেয়েছে আরও পাঁচটি আসন।

জয়ের পর পর পরই টুইট করেছেন মাহিন্দা রাজাপাকসে। জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী অভিনন্দন জানিয়েছেন তাকে।

নির্বাচনে দ্বিতীয় স্থানে আছেন ১৯৯৩ সালে গুপ্ত হত্যার শিকার সাবেক প্রেসিডেন্ট রণসিংহে প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসার গঠিত নয়া দল। ভরাডুবি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহের ইউএনপি’র। বিক্রমাসিংহে নিজে কেন্দ্রতেও পিছিয়ে।

তামিল অধ্যুষিত উত্তর শ্রীলঙ্কাতেও অনেক আসন জিতে নিয়েছে রাজাপাকসের ভাইদের দল।

চলমান করোনাভাইরাসে মহামারির মধ্যেও বিশ্বে যে কয়টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কা এর একটি। দেশটিতে করোনা মহামারি অনেকটাই নিয়ন্ত্রণে। এখন করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৩৯ জন; এর মধ্যে মৃত্যু হয়েছে মাত্র ১১ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ