Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুচন্দ্রিমায় গিয়ে ৫ মাস বন্দি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

বিয়ে করলেই মধুচন্দ্রিমার ভাগ্য সবার কপালে জুটে না। নিউজিল্যান্ডের এক নবদম্পতি বিয়েকে স্মরণীয় করতে গিয়েছিলেন ফকল্যান্ডে। এর পর থেকেই বন্দিদশায় কেটেছে পাঁচটি মাস। নেভিল ক্লিন্টন আর ফিওনা ক্লিন্টনের পঁচিশ বছরের সংসার। তিনটি সন্তানও আছে তাদের। কিন্তু ২৫ বছর একসঙ্গে সুখে-শান্তিতে বাস করলেও, তিন সন্তানের বাবা-মা হলেও এতদিন বিয়ে করেননি। বিয়েতে আস্থা না থাকার কারণেই এমন সিদ্ধান্ত ছিলো তাদের। ২০২০ সালের লিপইয়ার, অর্থাৎ ২৯ ফেব্রæয়ারি ২৫ বছরের পুরোনো জুটি গাঁটছড়া বাঁধলেন। সেদিনই হানিমুন করতে রওনা দিলেন নেভিলের জন্মভ‚মি ফকল্যান্ডের উদ্দেশ্যে। শৈশবেই ফকল্যান্ড ছাড়লেও জন্মস্থানের প্রতি দুর্দমনীয় একটা আকর্ষণ ছিল ৫৯ বছর বয়সি নেভিলের। সামাজিকভাবে সদ্য স্ত্রী হওয়া ফিওনাও চেয়েছিলেন কয়েকটা দিন চুটিয়ে আনন্দ করবেন সেখানে, তারপর যাবেন ব্রাজিলে, দক্ষিণ আমেরকিার সবচেয়ে আকর্ষণীয় অঞ্চলটা ঘুরে দেখে তারপর ফিরবেন অকল্যান্ডে নিজেদের বাড়িতে। কিন্তু ফকল্যান্ডে তাদের পৌঁছাতেই শুরু হয়ে গেল করোনার ভয়াবহ বিস্তার শুরু হলো প্রবীণ এক আত্মীয়ার সঙ্গে থেকে লকডাউন অবসানের দিন গোনা। তাস খেলে, আলবাট্রস আর ডলফিন দেখে দেখে কাটতে লাগল একের পর এক অনিশ্চয়তায় ভরা দিন। কিন্তু ফিরতে তো হবে। ফিরবেন কিভাবে। অবশেষে ভাবলেন মাছধরা নৌকায় চড়ে ফিরবেন নিজ বাড়িতে। এক মাসেরও বেশি সময়ে আর্জেন্টিনা থেকে ৫০০ কিলোমিটার দ‚রের ফকল্যান্ড থেকে আটলান্টিকের স্রোত ভেঙে ৯,২০০ কিলোমিটার (৫০০০ নটিক্যাল মাইল) পেরিয়ে নিজের শহর অকল্যান্ডে ফিরলেন। এ যেনো পুরাই স্বপ্নের মত। নিউজিল্যান্ড হেরাল্ড।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ