গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঈদুল আজহার দিন শনিবার (১ আগস্ট) থেকে তৃতীয় দিন সোমবার (৩ আগস্ট) পর্যন্ত ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
গতকাল সোমবার রাতে ডিএসসিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের তৃতীয় দিনে ডিএসসিসি এলাকায় যেসব কোরবানি হয়েছে তার বর্জ্য ওইদিন রাত পৌনে ৯টার মধ্যে অপসারণ করা হয়। এ নিয়ে গত ৩ দিনে মোট ১৪ হাজার ৯২১ মেট্রিকটন বর্জ্য অপসারণ করা হয়েছে। তিন দিনে মোট চার হাজার ৬০৬টি ট্রিপের মাধ্যমে এসব বর্জ্য অপসারণ করে মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) স্থানান্তর করা হয়েছে।
কোরবানির প্রথম দুই দিনে তিন হাজার ৩৯১টি ট্রিপের মাধ্যমে পশুর বর্জ্য অপসারণ করা হয় ১১ হাজার ১৯৮ মেট্রিকটন। সে হিসেবে ঈদের তৃতীয় দিন কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়েছে তিন হাজার ৭২৩ মেট্রিকটন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।