Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ১:১৭ পিএম

ঈদ শেষে ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। আর এতে চাপ বেড়েছে নৌ-রুটে। ফেরীতেও বাড়ছে গাড়ীর চাপ। আর বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এ রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। হঠাৎ করে লঞ্চ ও স্পিডবোট বন্ধ হওয়ায় কিছুটা বিপাকে পড়েন যাত্রীরা। পরে আকাশে মেঘ কেটে গেলে বেলা সাড়ে ১১টার দিকে আবার চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানিয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাস থাকায় পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। এমন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি কিছুটা ভালো হলে আবার লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়। তবে এখন সব স্বাভাবিক আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌ চলাচল

২৬ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ