মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের সংক্রমণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দিন দিন দেশে দেশে এর সংক্রমণ আরও বাড়ছে। মৃত্যুর ঘটনাও বাড়ছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাস মোকাবিলার কোনও সহজ সমাধান নেই এবং হয়ত কোনও দিন পাওয়া যাবে না। সংস্থাটির প্রধান টেড্রোস আডানম গেব্রিইয়েইসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
তিনি আরো বলেন, “বেশ কয়েকটি ভ্যাকসিন এখন ক্লিনিকাল ট্রায়াল এর তৃতীয় ধাপে রয়েছে এবং আমরা সকলেই আশা করি যে বেশ কয়েকটি কার্যকর ভ্যাকসিন আমরা পারো যা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে পারে। তবে, এই মুহূর্তে কোনও জাদুকরী সমাধান নেই ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৫ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষের। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো ও যুক্তরাজ্যে করোনার প্রকোপ বাড়তে দেখা গেছে। ভয়েস অফ আমেরিকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।