বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউিনিয়নের কর্পূরকাঠী গ্রামে পনিতে ডুবে একই পরিবারের তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়ছে। আজ সোমবার সন্ধায় একটি পুকুর থেকে ওই তিন বোনের মৃত দেহ উদ্ধার হয়। মৃতরা হচ্ছেন মাহফুজা বেগম (১৫) মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)। মাহফুজা ওই গ্রামের আব্দুর রাজ্জাক খানের মেয়ে ও মানছুরিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। মরিয়ম ও মারিয়া একই গ্রামের মোখলেচুর রহমানের মেয়ে ও কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার ১০ম ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে তিনবোন একই সাথে গোসল করতে বাড়ির অদুরে পুকুরে যায়। দুপুর অতিবাহিত হলেও পরিবারের সদস্যরা তাদের কোন খোঁজ না পেয়ে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ নিতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন সন্ধার সময়ে বাড়ির সামনের পুকুরে গিয়ে দেখতে পায় মাহফুজা, মরিয়ম ও মারিয়ার ভাসমান লাশ।
নিহতের স্বজন মাওলানা মো. মহিউদ্দিন জানান, তারা কেউ সাতাঁর কাটঁতে জানতো না। তিন বোন একই সাথে পুকুরে গোসল করতে য়ায়। সম্ভবত পা পিছলে গিয়ে কেউ পড়ে গেলে একজন অপরজনকে বাঁচাতে গেলে তিন বোনেরই করুন মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান ,বর্তমানে তিনি ঘটনাস্থলে রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।