মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস প্রতিরোধে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল টিকা আবিস্কারের দাবি করচে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আর সেই কার্যক্রমে শামিল হচ্ছে পাকিস্তান।
জানা গেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি আবিষ্কৃত করোনা ভাইরাসের টিকার পরীক্ষা হবে পাকিস্তানে। বৃটেনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এ কাজ করবে ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (ইউএইচএস) পাঞ্জাব। ইউএইচএসের ভাইস চ্যান্সেলর ড. জাভেদ আকরামের দেয়া তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকার পরীক্ষায় অংশ নেয়ার জন্য এরই মধ্যে স্বেচ্ছাসেবদের নিবন্ধন শুরু হয়ে গেছে। সব মিলে মোট ২০ হাজার স্বেচ্ছাসেবক নিবন্ধন করা হবে। এ খবর দিয়েছে অনলাইন পাকিস্তান টুডে।
তিনি বলেছেন, পাকিস্তানে এই পরীক্ষায় সময়ঢ লাগতে পারে দুই মাস। বৃটেন থেকে এই টিকা পাওয়া নিশ্চিত হওয়ার পর সরকারের অনুমোদন চাওয়া হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারি বৃদ্ধির প্রেক্ষাপটে সারাবিশ্বে এই ভাইরাসটির বিরুদ্ধে কার্যকর টিকা আবিষ্কারের চেষ্টা লছে।
এখন পর্যন্ত এই টিকা আবিষ্কারে পুরোপুরি সফল হন নি বিজ্ঞানীরা। এখনও সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ ও পশুর ওপর পরীক্ষা করা হচ্ছে এই টিকা। ২০শে জুলাই বলা হয়, এস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির উৎপাদিত টিকা রোগ প্রতিরোধে ভাল সাড়া দিয়েছে। আশা করা হচ্ছে, বছরের শেষ নাগাদ তা সফলতা পেয়ে বাজারে আসতে পারে। অক্সফোর্ড ইউনিভার্সিটির এই টিকার আপাতত নাম দেয়া হয়েছে এজেডএম ১২২২। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী এই টিকাকে প্রতিযোগিতায় থাকা শীর্ষ স্থানীয় টিকা বলে আখ্যায়িত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।