Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারের মালায় চোটের ক্ষত

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১২:০২ এএম

সাম্পদোরিয়াকে হারিয়ে ইতালিয়ান সিরি ‘আ’য় রেকর্ড শিরোপা নিশ্চিত করে জুভেন্টাস। তবে, টানা নবমবারের মতো লিগ জয়ের তিন দিন পর প্রথম মাঠে নেমেই গত পরশু রাতে ক্যাগলিয়ারির বিপক্ষে হেরে বসে ক্রিস্টিয়ানো রোনালদোরা। এদিন প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে দুই গোল খেয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে জোর চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হেরেছে ২-০ গোলে। এই নিয়ে লিগের শেষ সাত রাউন্ডে তৃতীয়বার হারের স্বাদ পেল মাঝে দুটি ড্র করা তুরিনের ক্লাবটি।
শিরোপা আগেই ঘরে ওঠায় ‘নিয়মরক্ষার’ ম্যাচের এই পরাজয়ে তেমন ভাবনার কিছু নেই। কিন্তু সারির ভাবনার কারণ, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে দলের এমন ছন্দহীন পারফরম্যান্স। সঙ্গে যোগ হয়েছে চোট সমস্যা। ঠাসা সূচিতে খেলার ধকল তো আছেই। সব মিলে চ্যাম্পিয়ন্স লিগে লিওঁর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিন্তিত জুভেন্টাস কোচ মাওরিসিও সারি।
ইউরোপিয়ান শীর্ষ লিগে শেষ ষোলোর ফিরতি লেগে লিওঁর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তার দলের সামনে। প্রথম লেগে তারা হেরেছিল ১-০ ব্যবধানে। আগামীকাল লিগে শেষ রাউন্ডে তাদের প্রতিপক্ষ রোমা। এর ছয় দিন পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। টানা ম্যাচ খেলতে থাকা দলকে তাই বিশ্রাম দিতে রোমার বিপক্ষে অনূর্ধ্ব-২৩ স্কোয়াড খেলানোর কথাও ভাবছেন কোচ। ক্যাগলিয়ারির মাঠে হারের পর স্পোর্টস স্ট্রিমিং সার্ভিস ‘ডিএজেডএন’-কে দেওয়া ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দু:শ্চিন্তার কথা জানান সারি, ‘সমস্যাটা হলো, ইউরোপে আমরাই একমাত্র দল যাদের ১২ দিনে পাঁচবার খেলতে হচ্ছে। আমরা দেখব আগামীকাল (গতরাতেই ম্যাচটি হয়ে গেছে) আমাদের অবস্থা কেমন দাঁড়ায়। ভেবে দেখতে হবে, সপ্তাহের শেষে অনূর্ধ্ব-২৩ দলকে মাঠে নামানো যায় কিনা, যেন সবাই কিছুটা বিশ্রাম পায়।’
চোটগ্রস্ত দলের বর্তমান চিত্রও তুলে ধরেন এই ইতালিয়ান কোচ, ‘আমাদের ৯ জন খেলোয়াড় চোটে আক্রান্ত। তাই স্বাভাবিক ভাবেই লিওঁ ম্যাচকে সামনে রেখে আমি কিছুটা সংশয়ে আছি। দেখা যাক, এর মধ্যে কারা সুস্থ হয়ে উঠে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন্স-লিগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ