পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
এবারের হজবাণীতে আবারও মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
তিনি বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন মুসলমানদের মধ্যে ঐক্য জরুরি। এই ঐক্য হতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলসহ শয়তানি শক্তির বিরুদ্ধে। একই সঙ্গে তিনি মুসলমানদেরকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
হজবাণীতে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, এখন মুসলিম উম্মাহর অনিবার্য কল্যাণ নিহিত রয়েছে ঐক্যের মধ্যে। এই ঐক্য আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। আর এটি হলো এমন ঐক্য যা শত্রুদের হুমকি ও ষড়যন্ত্রের মোকাবেলায় সৃষ্টি হয়, যা মানবরূপী শয়তান এবং আগ্রাসী ও গাদ্দার আমেরিকা ও তার শিকলবন্দি কুকুর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে ওঠে ও বলদর্পীদের মোকাবেলায় সাহসিকতার সঙ্গে বুক মেলে ধরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।