Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে ছোট ভাইয়ের ছোড়া গুলিতে বড় ভাই নিহত

অস্ত্র-গুলিসহ ছোট ভাইকে আটক করেছে পুলিশ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ২:৫৭ পিএম

পারিবারিক কলহের জের ধরে বেনাপোল কাগজপুকুর গ্রামে আজ বুধবার দুপুরে ছোট ভাই আমজাদ হোসেনর ছোড়া গুলিতে বড় ভাই রাসেল নিহত হয়েছেন । 

নিহত রাসেল কাগজপুকুর গ্রামের ইদ্রিস আলীর পুত্র।

ছোট ভাই আমজাদ হোসেন কে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি চাকু সহ আটক করেছে থানা পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান , আজ দুপুরে নিহত রাসেল ও মিশার মধ্যে পারিবারিক কলহ বাধে । একপর্যায়ে ছোট ভাই ঘর থেকে পিস্তল বের করে বড় ভাই রাসেল কে লক্ষ্য করে গুলি ছুড়লে রাসেল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে । পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় । ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে ।

পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গ্রাম গয়ড়া থেকে আমজাদ হোসেনকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও চাকু সহ আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোরট থানায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ