Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরাকে ফের মার্কিন ঘাঁটিতে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ১২:০২ এএম

ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সোমবার রাতে রাজধানী বাগদাদের তাজি সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ সময় সেখানে অন্তত দুইটি বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এ নিয়ে গত ৭২ ঘণ্টার মধ্যে ইরাকে মোতায়েন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীকে দ্বিতীয় দফায় হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হলো। ইরাকি সেনাবাহিনীর এক বিবৃতিতে সোমবার রাতে বাগদাদে যুক্তরাষ্ট্রের তাজি সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, রাতে ওই ঘাঁটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়। এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। গত কয়েক মাস ধরেই ইরাকে মার্কিন স্বার্থের ওপর আঘাত আসছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ঘাঁটিতে দফায় দফায় রকেট ও মর্টার হামলার ঘটনা ঘটেছে। এমনকি বাগদাদের মার্কিন দূতাবাসও আক্রান্ত হয়েছে। দূতাবাসে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীর ওই হামলার পরই ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী আল কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলায়মানি। টিআরটি ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন-ঘাঁটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ