Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

করোনা আতঙ্কে কাঁপছে সারাবিশ্ব। এরই মধ্যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রধান বিমান ঘাঁটিতে পাঁচ দফা রকেট হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়েছে বলে ন্যাটো ফোর্সের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আফগানিস্তানে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবানের মধ্যে চুক্তি হয়েছে। এর মধ্যেই মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল। তবে ওই চুক্তির আওতায় নেই আইএস। ন্যাটো নেতৃত্ত্বাধীন মিশন এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাগরাম বিমান ঘাঁটিতে পাঁচ দফা রকেট হামলা চালানো হয়েছে। ভিওএ। আল-জাজিরা, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন-ঘাঁটি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ