Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আজারবাইজান সীমান্তে আমাদের সেনাকে হত্যা করা হয়েছে: আর্মেনিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১:০২ পিএম

আর্মেনিয়ার সামরিক বাহিনী বলেছে, আজারবাইজান সীমান্তে তাদের একজন সোনাকে স্নাইপার গুলির মাধ্যমে হত্যা করা হয়েছে। গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাতের বেলায় আজারবাইজান সীমান্ত থেকে স্নাইপার ফায়ারের সাহায্যে ওই সেনাকে হত্যা করা হয়।

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে গত এক সপ্তাহ তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করার পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। চলতি জুলাই মাসের মাঝামাঝি দিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত দুই পক্ষের ম্যেধ অন্তত ১৯ জন মারা গেছে। নিহতদের মধ্যে দুপক্ষেরই সেনাসদস্য রয়েছে।

আজরবাইজান অভিযোগ করছে, আর্মেনিয়ার পক্ষ থেকে ভারী ক্যালিবার মেশিনগান ও স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছে।

নাগারনো-কারাবাখের মালিকানা নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৮৮ সালে প্রথম দ্বন্দ্ব শুরু হয় এবং ১৯৯১ সালে এ দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে নাগারনো-কারাবাখ অঞ্চল ও এর পার্শ্ববর্তী সাতটি শহর দখল করে নেয় আর্মেনিয়া।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ