Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ হাজার আজারবাইজানি রিজার্ভ ফোর্সে নাম লেখাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১১:৪৪ এএম

আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের উত্তেজনা দিন দিন বৃষ্টি পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মধ্য এশিয়ার দেশ আজারবাইজান সরকার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আহ্বানে সাড়া দিয়ে ৫০ হাজারের বেশি মানুষ রিজার্ভ ফোর্সে নাম লিখিয়েছে। প্রতিবেশী শত্রুভাবাপন্ন দেশ আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অতিরিক্ত সৈন্য লাগবে বলে আলিয়েভে ঘোষণা দিয়েছিলেন।

আজারবাইজান থেকে আরান নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট আলিয়েভের কয়েকদিন আগের ওই আহ্বানে সাড়া দিয়ে অন্তত ৫০ হাজার মানুষ দেশের রিজার্ভ ফোর্সে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে।

এর আগে গত কয়েকদিন ধরে আজারবাইজানের বিভিন্ন স্থানে সাধারণ মানুষ আর্মেনিয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা নগরনোকারাবাখ নিয়ে সংঘাতে অংশগ্রহণের জন্য যত বেশি সম্ভব মানুষকে রিজার্ভ ফোর্সে শামিল হওয়ার আহ্বান জানান।

নগরনোকারাবাখের সীমান্ত অঞ্চল তোভুজে গত সপ্তাহের রোববার থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষ এখনো চলছে এবং এতে দু’পক্ষের বহু মানুষ হতাহত হয়েছে।

নগরনোকারাবাখের মালিকানা নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ১৯৮৮ সালে প্রথম দ্বন্দ্ব শুরু হয় এবং ১৯৯১ সালে এ দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে নগরনোকারাবাখ অঞ্চল ও এর পার্শ্ববর্তী সাতটি শহর দখল করে নেয় আর্মেনিয়া। পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ