গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
করোনা আক্রান্ত পটুয়াখালী জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আবুল কালাম আজাদ ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সন্ধ্যায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ কামরুজ্জামান।
পটুয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, সিনিয়র স্টাফ নার্স আবুল কালাম গত ২৯ জুন করোনা পজেটিভ হিসেবে করোনা ওয়ার্ডে ভর্তি হন। শ্বাসকষ্ট সহ অন্যান্য সমস্যার কারণে উন্নত চিকিৎসার জন্য সাত জুলাই তাকে ঢাকা মুগদা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতালে আবুল কালাম আজাদ মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।