Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরায়েলি সেনাদের সঙ্গে লেবানন সীমান্তে গোলাগুলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ৯:২০ পিএম

ইসরায়েল-লেবানন সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের বিক্ষুদ্ধ জনতার গোলাগুলি হয় বলে দাবি করেছে জেরুজালেম। -রয়টার্স, আরব নিউজ, এন ১২
সোমবারের এ গোলাগুলিতে হতাহতের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে স্থানীয়দের ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু বলা হয়নি। ইসরায়েলের এন১২ টিভির খবরে বলা হয়, ওই এলাকায় গোলাগুলির প্রচণ্ড শব্দ পাওয়া গেছে। গোলাগুলি কখন শুরু হয়েছে কিংবা তা চলছিলো কি না, তা জানা যায়নি।

গত সোমবার ইসরায়েলি হামলায় দামেস্কর কাছে হেজবুল্লাহ সদস্য নিহত হয়। এরপর থেকে সিরিয়া ও লেবানন সীমান্তে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলছে। সিরিয়ার কাছ থেকে দখল করে নেয়া গোলান মালভূমিতেও ইসরায়েলের উত্তেজনা চলছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লেবানন থেকে তাদের ভূখন্ডে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। জবাবে তারা ১০০টি কামানের গোলা ছুঁড়েছেন। লেবাননকে চরম মূল্য দিতে হবে। তিনি সেনা ও নিরাপত্তা বাহিনীর কমান্ডারদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোলাগুলি

১১ অক্টোবর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ