Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে গোলাগুলির গুজব

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুক হামলার গুজবে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত রোববার রাতে এ হামলার গুজব ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে লোকজনকে ছুটে বিমানবন্দরের বাইরে চলে যেতে দেখা গেছে। অনেক যাত্রীকে টারমাকে অবস্থান করতে দেখা গেছে। এ সময় বিমানবন্দরের কর্মকর্তারা দ্রুত আগমন ও বহির্গমন টার্মিনাল বন্ধ করে দেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যাত্রীদের বিমানবন্দর থেকে এ সময় বের করে দেন। বিষয়টি দ্রুত পুলিশকে জানালে তারা বিমানবন্দরে অভিযান শুরু করে। বিমান পরিচালনা কর্তৃপক্ষ বিমানবন্দরে সব বিমানের অবতরণ বন্ধ রাখার নির্দেশ দেয়। ২০ মিনিট পর অবশ্য এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। নপুলিশের পক্ষ থেকে প্রথম টুইটার বার্তায় বলা হয়, তারা বিমানবন্দরের ভেতরে তল্লাশি চালাচ্ছে। জনগণের নিরাপত্তার জন্য সব ধরনের পূর্বসতর্কতা অবলম্বন করা হয়েছে। এ সময় সবাইকে শান্ত থাকার আহ্বানও জানানো হয়। পরে সোমবার সকালে পুলিশ জানায়, তদন্তে জানা গেছে, বিমানবন্দরে ওটি কেবল প্রচ- শব্দ ছিল। কোনো গুলিবর্ষণ হয়নি, কেউ হতাহতও হয়নি। শব্দের উৎস খুঁজতে তদন্ত চলছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে গোলাগুলির গুজব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ