Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাক-লেগুনার সংঘর্ষে ভাই বোনসহ নিহত ৪

পাঁচ জেলায় শিশুসহ আরো ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০১ এএম

সকাল সাড়ে ১১টা। বিল্লাল হোসেন ও তার বোন লিপা আক্তার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে লেগুনা যোগে কংসনগরে যাচ্ছিল। পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের হরিণধরা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে শিশুসহ আরো ৭ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এদের মধ্যে রংপুর ও গাইবান্ধায় দুইজন করে, নারায়ণগঞ্জ, সীতাকুন্ড ও সাতক্ষীরায় একজন করে। এসময় আহত হয়েছেন ১৫ জন।

কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ের ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ যাত্রী। রোববার সোয়া ১১টায় বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি হরিনধরায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুমিল্লার বুড়িচংয়ের গোবিন্দপুরের ভূঁইয়া বাড়ির নবীনেওয়াজ ভূঁইয়ার ছেলে প্রবাসী বিল্লাল হোসেন ভূঁইয়া (৩৫) ও তার বোন লিপা আক্তার (৪০) এবং লেগুনার চালক আমির হোসেন (১৮) ও হেলপার সাজিদ (১৫)। বুড়িচং উপজেলার রামপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে আমির হোসেন আর মুরাদনগর উপজেলার ছালীয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাজিদ।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখি লবণবাহী একটি ট্রাকের সাথে মুরাদনগরের কোম্পানীগঞ্জের দিক থেকে ছেড়ে আসা একটি লেগুনার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং লেগুনার চালক হেলাপারসহ চার যাত্রী মারা যান। আহত হয়েছেন আরো ১০ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে ময়নামতি হাইওয়ে থানার ওসি সাফায়েত হোসেন দৈনিক ইনকিলাবকে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্য আরোও বাড়ার আশঙ্কা রয়েছে।
রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় গতকাল ট্রাকচাপায় এক শিশুসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো লাভলু মিয়া এবং তার নয় বছর বয়সী ভাতিজি জুঁই। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে লাভলু ভাতিজিকে নিয়ে মিঠাপুকুর উপজেলার বৈরাতি এলাকা থেকে মোটরসাইকেল যোগে মিঠাপুকুর উপজেলা সদরে আসছিলেন। তারা রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি এলাকায় আসতেই পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির দাদি। নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার আজমপুর গ্রামের শাফি মিয়া (৩০) ও সাদুল্যাপুর উপজেলার জানিপুর গ্রামের সোহেল মিয়ার ছেলে নাহিদ মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়াগামী একটি মাইক্রোবাস মহেশপুর এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোকিশাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে অটোরিকশা থেকে চালক শাফি মিয়া এবং দাদির কোলে থাকা শিশু নাহিদ ছিটকে পড়ে। একপর্যায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাফি ও নাহিদের।

সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলায় ইঞ্জিনচালিত একটি ভ্যানের ধাক্কায় সিয়াম হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার হাজরাকাটি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম হাজরাহাটি গ্রামের শাহাবুদ্দিন মোড়লের ছেলে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের সোনারগাঁ উপজেলার নয়াপুর মিরেরটেক এলাকায় গতকাল ট্রাক চাপায় মিজানুর রহমান (৪০) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক ও চালক সুজন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সীতাকুন্ড : চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় গত শনিবার সন্ধ্যায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম নুর বেগম (৬০)। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মনছুর ভূঁইয়া বাড়ির আবুল মনছুর ভূঁইয়ার স্ত্রী।



 

Show all comments
  • salman ২৭ জুলাই, ২০২০, ৩:৩৯ এএম says : 0
    Allah tader khoma koro & Junnath dan korun....ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ