Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে বাড়ির ছাদের উপর বিমান বিধ্বস্ত, নিহত ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২০, ১০:৩৪ এএম

জার্মানিতে একটি বাড়ির ছাদের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়েসেলে শনিবার ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত এক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের পরিচয় জানা যায়নি। বেশ কিছু ছবিতে দেখা গেছে, যে বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়েছে এবং এতে ছাদ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানান, বিমানটিতে দুজন মানুষকে বহন করার ক্ষমতা ছিলো। তবে কয়জন ভ্রমণ করেছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। ওই বিমানটি মার্ল এলাকা থেকে যাত্রা করেছিল। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে তার পাশ থেকে একটি প্যারাসুট পেয়েছে,ধারণা করা হচ্ছে জরুরী অবতরণের জন্য বিমান থেকে সেটি ব্যবহার করা হয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানটি হট এয়ার বেলুনের সাথে সংষর্ষ হয়, এরপর এটি বিধ্বস্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ