মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের কারণে এবার উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়া সীমান্ত ‘পার হয়ে আসা’ এক ব্যক্তির শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। একই সঙ্গে সীমান্তবর্তী কেইসং শহরকে পুরোপুরি লকডাউন ঘোষণা করেছেন।
গত ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে পৃথিবীর অধিকাংশ দেশ দিশেহারা সময় পার করলেও উত্তর কোরিয়া এ বিষয়ে কাউকে কিছু জানায়নি। তাদের দাবি, এতদিন কোনো রোগী পাওয়া যায়নি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উপসর্গ থাকা ব্যক্তি ১৯ জুলাই উত্তর কোরিয়ায় প্রবেশ করেন। এরপর তাকে কোয়ারেন্টাইনে রেখে কয়েক দফা মেডিকেল চেকআপ করা হয়। সম্প্রতি তার রক্তের নমুনায় ‘অনিশ্চিত ফলাফল’ মিলেছে।
এই ব্যক্তির শরীরে কভিড-১৯ পাওয়া গেলে তিনি হবেন দেশিটির প্রথম অফিসিয়াল করোনা রোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।