Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতি, মালামাল লুট

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২০, ৫:৪২ পিএম

কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতদল স্বর্ণ, মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুট করে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন গিয়ে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চরকাঁকড়া ৭নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের বাড়ীতে হানা দেয় ৮-১০জনের মুখোশধারী একদল ডাকাত। এসময় তারা সিরাজুল ইসলামের বসত ঘরের ভেড়া কেটে ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা লোকজন তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ১০ভরি স্বর্ণ, মুল্যবান জিনিসপত্র ও নগদ ৮১’হাজার টাকাসহ অন্তত ৮লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, এঘটনায় তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি

১৫ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ