বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর বাউফলে এক রাতে পাঁচ বাড়ীর নয়টি ঘরে চুরি সংগঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতে নাজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ধান্দী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যা মোসাঃ নার্গিস বেগম।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাতে একটি সংঘব্ধ চোর চক্র ধান্দী গ্রামে হানা দেয়। এ সময়ে সিঁদ কেটে ঘরে ঢুকে আরজ আলী হাওলাদার বাড়ীর কামাল হাওলাদার, নূরুল হক হাওলাদার, হাসান হাওলাদার , হালিম হাওলাদার, সোবাহান হাওলাদার ও বাবুচী বাড়ীর নূরুল হক , তালুকদার বাড়ীর জালাল তালুকদার , মৃধার বাড়ীর ফারুক মৃধা এবং মাতুব্বর বাড়ীর রানী মাতুব্বরের ঘরে প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ও স্বর্ন অলংকার নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত(তদন্ত) আল মামুন বলেন, চুরি’র ঘটনা আমাকে কেউ অবহিত করেন নাই। এখনই পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।