মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দক্ষিণ ভারতীয় কন্নড় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই গত সোমবার ইনস্টাগ্রাম পোস্টে এ খবর দিয়েছেন।
ইনস্টাগ্রাম পোস্টে ঐশ্বরিয়া লেখেন, ‘আমার কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছি। পেশাদার চিকিৎসকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মানছি। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চেয়েছিলেন, তারা নিজেদের দিকে খেয়াল রাখুন। বাসায় থাকুন, ভালো থাকুন। প্লিজ মাস্ক পরুন। আমার পরবর্তী অবস্থা আপনাদের জানাব।’
ঐশ্বরিয়ার বাবা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা অর্জুন সারজা। পরিবারের প্রায় সবাই চলচ্চিত্রের সঙ্গে জড়িত। তাই মেয়েও হেঁটেছেন সেই পথে। ঐশ্বরিয়ার অভিষেক হয় ২০১৩ সালের ‘পাট্টাথু ইয়ানাই’ সিনেমার মাধ্যমে। কন্নড় সিনেমা ‘প্রেমা বারাহ’ দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
ঐশ্বরিয়ার কাজিন ধ্রুব সারজা ও তার স্ত্রী প্রেরণা সারজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীকালে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও ঐশ্বরিয়ার পরিবারে একের পর এক শোক লেগেই আছে। গত ৭ জুলাই ঐশ্বরিয়ার কাজিন অভিনেতা চিরঞ্জীবী সারজা হার্ট অ্যাটাকে মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।