Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়া সোফিয়া মসজিদ পরিদর্শনে এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০৩ এএম

ঐতিহাসিক আয়া সোফিয়া পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। নামাজ শুরুর কয়েকদিন আগেই হঠাৎ ঐতিহাসিক এই স্থাপনাটি পরিদর্শনে ঝটিকা সফরে যান প্রেসিডেন্ট এরদোগান। পরিদর্শন শেষে মসজিদটির রূপান্তর কাজ পর্যালোচনা করেছেন তিনি। একই সাথে ভবনের ভেতরে ভাসমান চিত্রের সাহায্যে সব দেখানো হয়। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ, দিয়ানেত বলেছে যে খ্রিস্টান ধর্মের যে চিহ্নগুলো আছে তা নামাজের সময় পর্দা বা লেজারের সাহায্যে ঢেকে দেয়া হবে। তবে আগামীকাল শুক্রবারের নামাজে অংশ নিতে প্রায় ৫০০ মুসল্লির মধ্যে এরদোগান থাকবেন কি না এখনো তা স্পষ্ট নয়। নামাজের সময় ছাড়া বাকী সময় দর্শনার্থীদের জন্য এই স্থান উন্মুক্ত থাকবে। চলতি মাসের ১০ তারিখ এরদোগান আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করেন। আগামী ২৪ তারিখ থেকে মসজিদটিতে নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়া সোফিয়া বিশ্বের অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ও সাংস্কৃতিক নিদর্শন যা ষষ্ঠ শতাব্দীতে বায়জেন্টাইন সম্রাটের আমলে নির্মাণ করা হয়েছিল। শুরুতে এটি গ্রিক অর্থোডক্স গির্জা হিসেবে ব্যবহৃত হতো। আল-জাজিরা, আনাদোলু এজেন্সি।



 

Show all comments
  • মোঃ মিজানুর রহমান ২৩ জুলাই, ২০২০, ১:৩৭ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ! মহতি উদ্যোগের জন্য, রজব তাইয়েব এরদোগান মহোদয়কেে আন্তরিক মোবারকবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আয়া-সোফিয়া-মসজিদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ