মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
খিদের জ্বালায় পাকা কাঁঠাল খেতে এসেই কাল হল এক পূর্ণবয়স্ক হাতির। বুধবার ভোরে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে ঘটনাটি ঘটেছে। ক্ষুধা নিবারণে রাতভর তান্ডব চালানোর পর ভোর পৌনে চারটা নাগাদ স্টাফ লাইনের রাস্তার পাশের একটি কাঁঠাল গাছ চোখে পড়ে। সেই গাছের কাঁঠাল খাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই গাছটির নিচ দিয়ে একটি বিদ্যুতের তার রয়েছে। ফলে হাতিটি শুঁড় দিয়ে গাছটিকে ধরতে গিয়ে বিদ্যুতের তার স্পর্শ করে ফেলে। এরপরই বিদ্যুস্পৃষ্ট হয়ে যায় সে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে প্রচন্ড শব্দ করে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে। খবর পাওয়া মাত্র ভোরের দিকে ঘটনাস্থলে যায় খুনিয়া বনদফতর ও নাগরাকাটা পুলিশ। দেখা যায়, হাতিটির শুঁড়ে বিদ্যুতের তার জড়িয়ে রয়েছে এবং রাস্তার পাশেই মৃত অবস্থায় পড়ে রয়েছে। বন দফতর সূত্রে খবর, মৃত হাতিটি এটি পুর্ণবয়স্ক পুরুষ হাতি। রাতের দিকে নাথুয়া জঙ্গল থেকে এই এলাকায় এসেছিল। দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে, বন দফতর প্রাথমিকভাবে মনে করছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। এই ভাবে একের পর হাতির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।