Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ির যন্ত্রাংশ দিয়ে আফগান তরুণীদের কোভিড রোগির ভেন্টিলেটর তৈরি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ২:০৮ পিএম

আফগান তরুণীরা গাড়ির যন্ত্রাংশ দিয়ে কোভিড রোগির ভেন্টিলেটর তৈরি করেছে। ‘অল গার্ল রোবটিক্স টিম’ নামের এই তরুণী দলের আবিষ্কার করেছে এ ধরণের ভেন্টিলেটর। এখন বাজারে পৌঁছানোর জন্য প্রস্তুত। মঙ্গলবার আফগানিস্তানের স্বাস্থ্য সচিব মির্জা ইয়াকুবাই এ তথ্য জানান। -সিএনএন ও গালফ নিউজ

১৪ থেকে ১৭ বছর বয়সি ‘অল গার্ল রোবটিক্স টিম’-এর এই কিশোরীরা একটি টয়োটা করোলা গাড়ির মোটর এবং হোন্ডা বাইকের একটি চেইন ড্রাইভ দিয়ে ভেন্টিলেটরের প্রোটোটাইপ তৈরি করেছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিজাইনে এবং হার্ভার্ড ইউনিভার্সিটির দক্ষ গবেষকদের পরামর্শ মেনে এই কাজটি করেছে তারা। তারা বলছে, আদর্শ ভেন্টিলেটর পাওয়া না গেলে তাদের তৈরি ভেন্টিলেটর জরুরি পরিস্থিতিতে শ্বাসকষ্টের রোগীকে সাময়িক স্বস্তি দেবে। এটি বহন করাও অত্যন্ত সহজ, ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারিতে চলবে।

আফগান তরুণী দলের প্রধান সোমায়া ফারুকি বলেন, এই সময়ে চিকিৎসক-নার্সরা আমাদের নায়ক। তাঁরা প্রবল লড়াই করছেন দেশকে সুস্থ করতে। আমরা ওঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই প্রচেষ্টা দিয়ে একটি জীবন বাঁচাতে পারলেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩ কোটি ৮৯ লাখ জনসংখ্যার আফগানিস্তানে মাত্র ৪০০টির মতো ভেন্টিলেটর রয়েছে। সরকারি হিসেবে, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত প্রায় ৩৬ হাজার জন এবং মারা গেছেন প্রায় ১২০০ জন। তবে আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

 



 

Show all comments
  • jack ali ২১ জুলাই, ২০২০, ৬:২১ পিএম says : 0
    MashaAllah but these girls are not observing proper Hizab...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ