মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নানা শর্তে খুলে দেয়া হয়েছে সিনেমা হল। তবে বসতে হবে শারিরিক দূরত্ব বজায় রেখে। করোনার নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে চীন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশটি। সেই ধারাবাহিকতায় প্রায় ছয় মাস পর চীনের সাংহাই ও চেংদুসহ বেশ কয়েকটি শহরে খুললো মুভি থিয়েটার। ফলে করোনার থাবায় থমকে যাওয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ সিনেমা বাজার আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তবে করোনার প্রাদুর্ভাবের কারণে রাজধানী বেইজিংয়ের থিয়েটারগুলো রয়েছে বন্ধ। এছাড়া অন্য শহরগুলোতে থিয়েটার খোলার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। চীনের ৬শ থিয়েটার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওয়ান্ডা ফিল্ম জানিয়েছে, সোমবার ৪৩টি থিয়েটার খুলে দেয়া হয়েছে।
গত বছর চীনা ফিল্ম বক্স অফিসের আয় ছিল ৬৪ বিলিয়ন ইউয়ান। তবে চলতি বছর করোনার কারণে ৩০ বিলিয়ন ইউয়ান ক্ষতির আশঙ্কা করছে চীনের ন্যাশনাল ফিল্ম অ্যাডমিনিস্ট্রেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।