Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোবায় শিশুর মৃত্যু

শেরপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:০১ এএম

শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে ডুবে রাব্বি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের তাতিহাটি এলাকায় বাড়ির পাশে ডোবার পানিতে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে। মৃত রাব্বি আরিফ মিয়ার ছেলে। মৃত শিশুর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আশপাশের শিশুদের সাথে রাব্বি বাড়ি পাশে ডোবার পানিতে খেলে যায়। এ সময় সবার অজান্তে রাব্বি পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন তাকে ডোবার পানিতে ভাসতে দেখে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

এ সময় দায়িত্বরত ডা. তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সাবেক কাউন্সিলর শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারি বৃষ্টির কারণে ওই ডোবাতে পানি জমে। এতে শিশুরা খেলতে গেলে সে ডুবে যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে ভর্তির আগেই রাব্বি মারা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর-মৃত্যু

২২ ফেব্রুয়ারি, ২০২১
২১ জুলাই, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ