নভেল
করোনাভাইরাসে একের পর এক আক্রান্ত হচ্ছেন বি টাউনের নামি তারকারা। ইতোমধ্যে এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন পুরো বচ্চন পরিবার। আর তাতেই যেন খানিকটা দুশ্চিন্তায় পড়ে গেছেন বলিউড বাদশা
শাহরুখ খান। মরনঘাতী এই ভাইরাসের ছোবল থেকে বাঁচতে এবার নিজের গোটা বাংলো প্লাস্টিকে মুড়ে ফেললেন তিনি।
ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিনের পর দিন যেভাবে
করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে খানিকটা বিচলিত হয়ে পড়েছেন শাহরুখ। বর্তমানে পুরো পরিবারকে নিয়ে মুম্বাইয়ের বান্দ্রার বাংলো 'মান্নত'-এ রয়েছেন তিনি। পরিবারকে এই সংক্রমণ থেকে বাঁচাতে পুরো বাসভবনটিই প্লাস্টিকে মুড়ে ফেললেন এই অভিনেতা।
গেল কয়েকমাস আগেই মান্নতের একটি ফ্লোর
করোনা রোগীদের চিকিৎসার জন্য বিএমসি'র হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ-গৌরি দম্পতি। আর এবার নিজেরাই কোভিড-১৯ থেকে বাঁচতে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত,
লকডাউনের কারণে প্রায় ৪ মাসের বেশি সময় ধরে কোয়ারেন্টিনে আছেন শাহরুখ। তিনি একাই নন, তার সঙ্গে স্ত্রী গৌরি খান ও তিন সন্তান ছেলে আরিয়ান, আব্রাম ও মেয়ে সুহানা খান রয়েছেন। মাঝে শোনা গিয়েছিলো, পরিচালক রাজকুমার হিরানীর সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন বাদশা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিং খান শুটিং করতে রাজি হবেন কিনা এখন সেটিই দেখার বিষয়।