বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে নতুন ৬জন সহ মোট ৫৫জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২১জন। সোমবার (২০জুলাই)এ তথ্য নিশ্চিত করেছেন সখিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহান। নতুন করোনা পজিটিভ ৬জন হলেন, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার(সেকমো) একজন,গাজীপুর পুলিশ লাইনের এসআই একজন,তার মেয়ে বেসরকারি বিশ^বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী, পৌর ৭নং ওয়ার্ডে পূর্বে শনাক্ত হওয়ার এক শিক্ষার্থীর মা ও তার ভাগনে এক বছরের শিশু,৩নং গজারিয়া ইউনিয়নের কৃষক লীগ সভাপতি একজন মুক্তিযোদ্ধা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,শনিবার ১৬জনের নমুনা সংগ্রহ করে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের মাধ্যমে ঢাকা পাঠানো হয়। সোমবার (২০জুলাই) সকালে নতুন ৬জন করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত ৬৫০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে করোনা পজিটিভ এসেছে ৫৫ জনের। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং ২১জন বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।