মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারী, অর্থনৈতিক মন্দা এবং ভারতের সাথে সীমান্ত বিরোধে বিপর্যস্ত নেপালের ক্ষমতাসীন দল নেপাল কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ বিরোধ দীর্ঘদিনের। ক্ষমতা দখল নিয়ে দলের ২ চেয়ারপার্সন কেপি শর্মা অলি ও পুষ্প কমল দাহালের বিবাদ দলটিকে ভাঙনের মুখে ঠেলে দিলেও আপাতত সেই বিপদ থেকে মুক্তি পাওয়া গেছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।
দলীয় অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে অলি এবং দাহাল উভয়েই দলের সাধারণ সম্মেলন করার বিষয়ে একটি চুক্তি চ‚ড়ান্তের চেষ্টা করছেন। চুক্তি অনুসারে, দাহাল আপাতত অলির পদত্যাগের দাবি বাতিল করে দিয়েছেন, যা কয়েক সপ্তাহ আগ পর্যন্ত দলটিকে বেশ কিছুটা স্থবির করে রেখেছিল। তিনি দাবি করে আসছিলেন যে, অলিকে দলের চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী উভয়ই পদই ত্যাগ করতে হবে। নেপাল কমিউনিস্ট পার্টির স্থায়ী কমিটির ৪৪ জনের মধ্যে ৩০ জনই অলির পদত্যাগ দাবি করেন।
২০১৮ সালের মে’তে অলির সিপিএন-ইউএমএল এবং দাহালের মাওবাদী কেন্দ্রের একীকরণের মাধ্যমে নেপাল কমিউনিস্ট পার্টির উদ্ভব ঘটে। তখন চুক্তিটি ছিল, পার্টির সাধারণ সম্মেলনটি প্রতি ২ বছর অন্তর অনুষ্ঠিত হবে। তবে দলটি এখন পর্যন্ত ঐক্যবদ্ধকরণ প্রক্রিয়া শেষ করতে না পারায় এ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে প্রক্রিয়ার অংশ হিসাবে বর্তমানে উভয় চেয়ারম্যানই আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সাধারণ সম্মেলন আয়োজন করতে সম্মত হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে নেপাল সচিবালয়ের এক সদস্য জানান, ‘সচিবালয়ের বৈঠকে অলি ৪ মাসের মধ্যে সাধারণ সম্মেলন করার প্রস্তাব করেছেন। আপাতত বিরোধ প্রশমিত হলেও দলের গেল শনিবারের বৈঠকের বরাত দিয়ে তিনি আরো বলেন, দলকে কেবল ২টি চেয়ার দিয়ে চালানো হলে এটি একটি বড় ভুল হবে। কীভাবে সরকার ও দলকে কার্যকরভাবে পরিচালনা করা যায় তা আমাদের প্রধান উদ্বেগ।’ সূত্র : দ্য হিমালয়ান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।