বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়নগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের সময় চাঁদা না দেয়ায় ড্রেজার পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত শনিবার ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের চর লক্ষিপুরা এলাকায় এ ঘটনাটি ঘটলেও গতকাল ভোক্তভোগীরা মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, কুমিল্লার মেঘনা থানার চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আ. লতিফ ওরফে লতু সরকারি নিয়মনীতি মেনে ইজারা নিয়ে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকার সাত্তার, শাহজাহালসহ আরো ১৫-২০ জন সন্ত্রাসী হামলা করে চেয়ারম্যানের ২টি ড্রেজার ও ১টি স্প্রিড বোর্ড পুড়িয়ে দেয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়।
চেয়ারম্যান লতিফ জানান, সাত্তার বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় এই হামলা চালিয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত সাত্তার অভিযোগ অস্বীকার করে বলেন, আড়াইহাজার এলাকা থেকে বালু উত্তোলনের সময় গ্রামবাসী হামলা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।