Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই ড্রেজার ও পাইপ ধ্বংস, বালু জব্দ

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৩:১৪ পিএম

অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্যালুচালিত দুইটি মিনি ড্রেজার, ৩৫০ ফুট পাইপ ও প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসন জানায়, উপজেলার বরুয়াজানি গ্রামস্থ কারকরকান্দি-বাঘাইতলা সড়কের পাশে দর্শা খাল ও আশপাশের জমি খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল হসানুজ্জামান খোকন ওরফে পিচ্চি খোকন। সংবাদ পেয়ে বুধবার বেলা এগারোটার দিকে ওই স্থানে ভ্রাম্যমাণ আদালকত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে বারূ উত্তোলনে জড়িতরা পালিয়ে গেলেও তাদের রেখে যাওয়া স্যালুচালিত দুইটি মিনি ড্রেজার ও প্রায় ৩৫০ ফুট পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও উত্তোলিত প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ