Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতটি ড্রেজার ধ্বংস

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মে, ২০২১, ৫:০৫ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাতটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৩ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার এলেঙ্গা পৌরসভার হাকিমপুর চর ভাবলা এলাকার লৌহজং নদীতে এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এ্যক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা নিয়মিত ব্যবস্থা নিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজ এলেঙ্গা পৌরসভার হাকিমপুর চর ভাবলা এলাকার লৌহজং নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে সাতটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেয়া হয়েছে।

এ অভিযানের মধ্য দিয়ে এই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের নিয়ে যে অভিযোগ ছিল অশান্তি শৃঙ্খলার বিঘœ সৃষ্টি হয়েছিল তা সম্পূর্ণরূপে নিরসন হবে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ