Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্রিকেটার সাকিব আল হাসানের পিতা মাশরুর রেজা করোনা আক্রান্ত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ৬:২৩ পিএম

মাগুরায় রবিবার বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ মোট ৮ রোগীর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে শাকিব এর বাবা মাশরুর রেজার শরীরে তেমন কোন উপসর্গ দেয়া যায়নি বলে জানা গেছে।

মাশরুর রেজা কুটিল টেলিফোনে জানান- গত বুধবার থেকে তার শরীরে জ্বরসহ সামান্য কিছু উপসর্গ দেখা দেয়। পরে শুক্রবার তিনি করোনা পরিক্ষা করতে দেন। আজ রবিবার করোনা পরিক্ষার ফলাফলে তার পজেটিভ রেজাল্ট এসেছে। তবে সামান্য কিছু উপসর্গ ছাড়া তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন। মাগুরা সদর হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস ফোনের মাধ্যমে তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন বলে জানা গেছে। আজ নিয়ে জেলায় ৩০৭ জন রোগীর করোনা পজেটিভ ধরা পড়েছে। এরমধ্যে ৭জন মারা গেছেন। এ পর্যন্ত ১৬০ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ