Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় কাহিল ভারত : আক্রান্ত-মৃত্যু বাড়ছে দ্রুত গতিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২০, ১:১৭ পিএম

ভারতে গত এক সপ্তাহে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজারের অধিক মানুষের। ইতোমধ্যে আক্রান্ত হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। গত কয়েকদিন ধরে প্রতিদিন সংক্রমণ হচ্ছিল ৩২ থেকে ৩৫ হাজার মতো। রোববার তা একধাক্কায় বেড়ে হল প্রায় ৩৯ হাজার! ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৯০২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ২৪ ঘণ্টার নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি।
রোববার ভারতের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে দেশে মোট আক্রান্ত হলেন ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ জন। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতিদিন যে সংখ্যক মানুষের টেস্ট হচ্ছে, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট কোভিড পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০.৯ শতাংশ।

সংক্রমনের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৫৪৩ জন রোগী। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৬ হাজার ৮১৬ জনের। তবে, এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯ জন।

ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা ১০০০ থেকে ১ লক্ষে পৌঁছতে সময় নিয়েছিল ৫১ দিন। সেখানে প্রাণঘাতী এই ভাইরাসের ১০ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে আর মাত্র ৫৯ দিন। রেকর্ড বলছে, মোট সংক্রামিত ১৯ লক্ষে পৌঁছতে সময় লেগেছে চারটে মাস। রিপোর্ট যে ইঙ্গিত দিচ্ছে, তাতে আক্রান্ত ১০ লক্ষ থেকে ২০ লক্ষ হতে সময় লাগবে একমাসও নয়। মাত্র তিন সপ্তাহ! ইতোমধ্যে মহারাষ্ট্রে মোট সংক্রমণ তিন লক্ষ ছাড়াল। এই সময়



 

Show all comments
  • ananda talukder ১৯ জুলাই, ২০২০, ২:১৮ পিএম says : 0
    no cament
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ