মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গবেষকরা একটি সারফেস কোটিং তৈরি করেছেন, যেটি সাধারণ বিভিন্ন জিনিসের ওপর রং করার মতো করে মাখিয়ে দিলেই এক ঘণ্টায় মরবে করোনাভাইরাস। সার্স-কোভ-২ মোকাবিলায় এ আশ্চর্য আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা। এসিএস অ্যাপলায়েড ম্যাটেরিয়্যালস অ্যান্ড ইন্টারফেসেস- নামে একটি পত্রিকায় এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
সেখানে বলা হয়েছে, স্টিল বা কাঁচের ওপর যখন এ বিষয়টি মাখিয়ে দেয়া হয়েছে, তখন ৯৯ শতাংশ ভাইরাসের মৃত্যু হয়েছে। আগেই গবেষণায় প্রকাশিত হয়েছিল, কোনও একটি সারফেসে বা তলে ভাইরাসের ড্রপলেট থাকলে সেখান থেকে অনেকেই সংক্রমিত হতে পারেন। সেটি বেশ কিছুক্ষণ টিকেও থাকে। সংক্রমণ এড়াতেই এ বিশেষ সারফেস কোটিংয়ের ব্যবহার করা যাবে। যা ৯৯ শতাংশ করোনাভাইরাসকে ধ্বংস করবে।
এখনও পর্যন্ত সবচেয়ে বেশি এক ঘণ্টার জন্য পরীক্ষা করা হয়েছে, তবে আরও কম সময়ের ব্যবধানের পরীক্ষাও করা হবে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ বিষয়ে গবেষণা চালাচ্ছেন। তারা বুঝতে চেষ্টা করছেন, কীভাবে কোনও সারফেস বা তলের ওপর ভাইরাসের প্রভাব কমিয়ে ফেলা যায়। সে কারণেই এ কোটিং তৈরি করা হয়েছে। এটি প্রয়োগ করার পরে সেটি সামান্য হাত লেগে উঠে যাবে, এমনও নয়। বেøড দিয়ে ঘঁষেও এটিকে তোলা সম্ভব নয়। ফলে দীর্ঘক্ষণের জন্যই সেই বস্তুগুলি ভাইরাসমুক্ত হবে যেগুলিতে এটি মাখিয়ে রাখা হবে। সূত্র : নিউজ১৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।