মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাসের এন্টিবডি পরীক্ষায় বড় ধরনের সাফল্য পাওয়ার দাবি করা হচ্ছে। দেখা গেছে আঙুলের অগ্রভাগ থেকে সামান্য রক্ত নিয়ে মাত্র ২০ মিনিটে সঠিক ফল মিলছে। এ প্রযুক্তি তৈরি করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। প্রথমবারের পরীক্ষায় তারা ইতিবাচক ফল পেয়েছেন। যুক্তরাজ্য সরকার এখন লাখ লাখ এই টেস্ট কিট তাদের নাগরিকদের কাছে বিতরণের পরিকল্পনা করছে।
এ কিট বিশেষ করে সেসব মানুষের উপকারে দেবে, যাদের দ্রæত কোনো অপারেশন করতে হবে। কারণ এখানে সময় কম লাগছে। বর্তমানে ব্রিটেনে যে পদ্ধতিতে এন্টিবডি পরীক্ষা করা হয় তা সময়সাপেক্ষ। রক্তের নমুনা গবেষণাগারে পাঠানো পর্যন্ত অনেক সময় লেগে যায়। ফলে নতুন এ কিট গতি বৃদ্ধি করবে এবং অধিক হারে মানুষ ঘরে বসেই পরীক্ষা করতে পারবেন। এ কিট উদ্ভাবন করেছে ইউকে র্যাপিড টেস্ট কনসোর্টিয়াম। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং দেশটির শীর্ষ স্থানীয় ডায়াগনস্টিক সংস্থাগুলোর অংশীদারিত্বে এ পদ্ধতি আবিষ্কার করা হয়েছে।
এদের নেতৃত্বে থাকা ক্রিস হ্যান্ড বলেছেন, ‘এন্টিবডি টেস্ট ৯৮.৬ ভাগ নির্ভুল ফল দিয়েছে। এটি খুব ভালো সংবাদ আমাদের জন্য’। সূত্র : দ্য ডেইলি টেলিগ্রাফ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।