Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে ৩৭০ পিস ইয়াবাসহ আটক-১

লালপর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৯:৩৩ পিএম

নাটোরের লালপুরে ৩৭০ পিস ইয়াবাসহ আকাশ হোসেন ওরফে বাদশা নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব -৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যার।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে র‍্যাব।
আটককৃত আকাশ হোসেন বাদশা রামকৃষ্ণপুর গ্রামের ইয়াকুব খামারুর ছেলে।

র‍্যাব -৫, সিপিসি-২, নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবএর একটি অভিযকনিক দল সন্ধ্যায় লালপুরের রামকৃষ্ণ পুর এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিচ ইয়াবাসহ আকাশ হোসেন বাদশাকে হাতেনাতে আটক করে। সে একজন মাদক ব্যবসায়ী। এসময় তার ব্যবহৃত একটি মোবাই ফোন জব্দকরা হয়
আটককৃত আকাশ হোসেন বাদশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলোবলে জনসম্মুখে স্বীকার করে।
এঘটনায় আটককৃত আকাশের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য অইনে একটি মামলা রুজু করা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ