Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখকে নিয়ে বিপাকে গৌরি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৫:৪২ পিএম

বলিউড সুপারস্টার শাহরুখ খান। অভিনয়ের জন্য সারাবিশ্বেই রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। অভিনয় গুণে ভক্তদের কাছ থেকে পেয়েছেন 'বাদশা', 'কিং খান', 'রোমান্স কিং'-এর মতো উপাধি।

বি টাউনের বহুল চর্চিত দম্পতি শাহরুখ খান ও গৌরি খান। নানা কারণেই সংবাদের শিরোনামে উঠে আসেন তারা। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন বাদশা পত্নী গৌরি। ছবিতে দেখা যাচ্ছে, দুই শাহরুখের মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি। তবে এই দু'জনের মধ্যে একজন আসল, অপরটি স্টেচু। ছবির ক্যাপশনে লিখেছেন, 'এই দু'জনকে নিয়ে বিপাকে পড়েছি! তাদের সামলাতে গিয়ে সমস্যা হচ্ছে।'

২০১৮ সালে পুরো পরিবারকে নিয়ে ফ্রান্সের মিউস গ্রেভিনে গিয়েছিলেন শাহরুখ খান। আর সেখানেই অভিনেতাকে ক্যামেরা বন্দি করেছেন গৌরি। স্ত্রীর ওই পোস্টে খানিকটা মজার ছলেই কিং খান মন্তব্য করেছেন, 'দীর্ঘ ১ বছর ৬ মাস ধরে ঘরেই আছি দুজন।'

শাহরুখ-গৌরির দুষ্টু মিষ্টির প্রেম মুহুর্তেই নজরে পড়ে নেটজনতার। প্রিয় তারকাদের একসঙ্গে পেয়ে দারুন খুশি ভক্তরাও।

প্রসঙ্গত, শাহরুখ খানকে সবশেষ দেখা গিয়েছিলো 'জিরো' সিনেমাতে। তারপর লম্বা ব্রেক নিয়ে বাড়িতেই আছেন বেতাজ বাদশা। এক সাক্ষাৎকারে গৌরি বলেন, 'আমি খুব খুশি হয়েছি শাহরুখের এই ব্রেকে। ও বাড়িতে সময় দিতে পারছে। আব্রামের খুব দরকার ছিল তার বাবাকে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ খান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ