Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

চিলমারীতে বন্যার পানিতে ডুবে গ্রাম পুলিশের মৃত্যু

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ৩:১১ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে পাটখেত জাগ দিতে গিয়ে বন্যার পানিতে ডুবে মো. সুরুজ্জামান মিয়া (৪৫) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে এ ঘটনা ঘটে। সুরুজ্জামান ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

চিলমারী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরজ্জামান কিসামতবানু মহিয়ত সুন্নত মাদ্রাসার সামনের বিলে বানের পানিতে পাট জাগদিতে নামেন। এরপর হটাৎ অসুস্থবোধ করলে হাতের ইশারায় তিনি তীরে দাঁড়ানো মানুষের সহযোগীতা চেয়ে পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুরে বিলের মাঝ থেকে তার মরদেহ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ