Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে প্রবাসী করোনা রোগীর কোটি টাকার বিল মওকুফ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনামুক্ত হতেই দুঃশ্চিন্তায় ডুবে গিয়েছিলেন তেলেঙ্গানার বাসিন্দা রাজেশ লিঙ্গাইয়া ওডনালা। করোনার সঙ্গে ৮০ দিনের লড়াইয়ের পর সে জানতে পারে তার হাসপাতালের বিল ১ কোটি ৫২ লাখ টাকা। যা দেখে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। কী করে মেটাবেন এত টাকা! সারা জীবনের রোজগারও কম পড়বে। এরপরই কিছু মানুষের হস্তক্ষেপে মওকুফ হয়ে যায় হাসপাতালের মোটা অঙ্কের বিল।
তেলেঙ্গানার জাগটিয়াল জেলার গোল্লাপল্লী মন্ডলের ভেণুগমাতলা গ্রামের বাসিন্দা রাজেশ (৪২) দুবাইতে বিল্ডিং নির্মাণের কাজ করতেন। ২৩ এপ্রিল অসুস্থ হয়ে পড়ার দুবাইয়ের এক হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা পরীক্ষা করা হয়। সেখানেই জানতে পারেন কোভিডে আক্রান্ত হয়েছেন তিনি। ৮০ দিন চিকিৎসার পর তাকে ধরিয়ে দেয়া হয় ১ কোটি ৫২ লাখের বিল। সে সময় তিনি সেই টাকা পরিশোধ করার অবস্থায় ছিলেন না। দুবাইয়ের গাল্ফ ওয়ার্কারস প্রোটেকশন সোসাইটির সভাপতি গুন্ডেলী নরসিংহ, যিনি চিকিৎসা চলাকালীন রাজেশের সংস্পর্শে ছিলেন এবং তারপরে বিষয়টি দুবাইতে ভারতের দূতাবাস জেনারেলের স্বেচ্ছাসেবক সুমথ রেড্ডির নজরে নিয়ে আসেন।
সুমাথ রেড্ডি এবং বিএপিএস স্বামীনারায়ণ ট্রাস্টের আরেক স্বেচ্ছাসেবক অশোক কোটেকা দুবাইতে ভারতের দূতাবাস জেনারেলের অফিসের হরজিৎ সিংকে বিল কমানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে বলেন। এরপর হরজিৎ চিঠিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিল মওকুফ করা ও মানবিক হতে অনুরোধ করেন। সেই চিঠির উত্তরে হাসপাতাল ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। পাশাপাশি রাজেশের হাতে হাজার দশেক টাকা ও দেশে ফেরার জন্য বিনামূল্যে বিমানের টিকিট তুলে দেয়া হয়।
বুধবার দুবাই থেকে ফিরে এসেছে রাজেশ। এখন তাকে ১৪ দিনের জন্য কোরেন্টাইনে রাখা হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ