মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র ভ্রমণে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যদের ওপর আসছে নিষেধাজ্ঞা।মার্কিন প্রশাসনের একটি সূত্র রয়টার্সকে এ বিষয়টি জানায়। শুধু ক্ষমতাসীন দলের সদস্যই না, তাদের পরিবারের ওপরও এই নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।এর ফলে চীনা কর্মকর্তারা তাদের পরিবারসহ কেউই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না। -রয়টার্স, সিএনএন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় জানান, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ যদি সত্য হয়, তাহলে হতাশাজনক ব্যাপার হবে। এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনায় কাজ করছি-কীভাবে চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া যায়।
এ নিষেধাজ্ঞা কার্যকর করা হলে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ থেকে নিম্নসারির সব পদে বড় ধরনের আঘাত হবে। এর মধ্যে কূটনীতিক, ব্যবসায়ী কর্মকর্তারাও যুক্ত থাকবেন। তবে পাল্টা প্রতিক্রিয়ায় চীন দেশটিতে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের ওপর বদলা নিতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কালেহি ম্যাকেনি বলেন, আমরা চীন সম্পর্কিত সব ধরনের বিকল্প টেবিলে রেখেছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।