নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় পজিটিভ হয়েছেন রাশিয়ান শীর্ষ ফুটবল লিগের দল এফসি সোচির ৯ জন। তবে তারা খেলোয়াড় নাকি দলের স্টাফ, তা জানানো হয়নি। লিগ আয়োজকদের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, এফসি সোচির পরের ম্যাচটি বাতিল ঘোষণা করা হলো। এদিনই সোচির মুখোমুখি হওয়ার কথা ছিল পয়েন্ট টেবিলে ১৪তমস্থানে থাকা দল তাম্বভের। ১৬ দলের প্রতিযোগিতায় দ্বাদশস্থানে আছে সোচি।
করোনাভাইরাসের কারণে মার্চ মাসের মাঝামাঝিতে স্থগিত হলেও গত মাসে ফের শুরু হয় রাশিয়ান প্রিমিয়ার লিগ। পুনরায় লিগ শুরুর পর কয়েকটি ক্লাবের কিছু খেলোয়াড়ের করোনাভাইরাস পজিটিভ হওয়ায় আগেও ক’টি ম্যাচ বাতিল হয়েছে। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখেরও বেশি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।